নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অধীনস্থ নরসিংদীতে মেহেরপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আংশিক কমিটি’র অনুমোদন দিয়েছে জেলা শাখা কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নরসিংদী জেলা শাখার সভাপতি অনিল ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল স্বাক্ষরিত পত্রে মেহেরপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটিতে শ্রী শংকর সাহাকে সভাপতি, শ্রী পলাশ দাসকে সাধারণ সম্পাদক ও শ্রী পল্লব ভট্টাচাৰ্য্যকে যুগ্ম সাধারণ সম্পাদক করে এই আংশিক কমিটি’র অনুমোদন দেয়া হয়।
২৩ সেপ্টেম্বর ২০২৩ হতে গঠনতন্ত্র মোতাবেক আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান নরসিংদী জেলা শাখার সভাপতি ও নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র অনিল ঘোষ।
এছাড়া এই নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়।