Headline :
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা নবীনগরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন রায়পুরায় বর্ণাঢ‍্য আয়োজনে মোহনা টেলিভিশনের ‌প্রতিষ্ঠা বার্ষিকী পালন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রত্যেকটি বাহিনীকে তার পারিবারিক বাহিনীহিতে পরিনিত করেছিলো: আশরাফ আসছে স্বাধীন বাবুর কথা ও সুরে সালমার “মনের নাগর” দেশ পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত ভেড়ামারা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প লাবণ্য মিডিয়া হাউজের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা মিলন মেলা ২০২৪
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

নরসিংদীতে মোশারফ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মনিরুজ্জামান, নরসিংদীঃ

নরসিংদীর মাধবদীতে মোশারফ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে মাধবদীর দড়িকান্দি নতুন ঈদগাহ মাঠে মোশারফ হত্যার বিচারের দাবীতে নিহতের পরিবার ও এলাকার কয়েক সহস্রাধিক নারী পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে। এর আগে কোতালিরচর মেন্ডাতলার রুবেলের স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে মোশারফকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা মিলে কয়েক দফা মারধর করে এবং গত ২৩ মার্চ রাতে মাধবদী থানার দড়িকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে পাপন শাহ এর ছেলে শাহ আলম(২৮), মেন্ডাতলা কোতয়ালীরচর গ্রামের রোবেল(৩০), দড়িকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে কাউসার(২৮) ও দড়িকান্দী গ্রামের ইব্রাহিম এর ছেলে মাহবুর মোশারফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরদিন সকালে তালাবদ্ধ ঘরে মোশারফের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা।

এঘটনায় গত ২৫ মার্চ নিহতের পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় নিহতের বড় ভাই মোবারক কাউসারের কাছে জানতে গেলে কাউসার তাকে মারধর করে। পরে এলাকাবাসী কাউসারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মোশারফ হত্যার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ অন্য কোন আসামি গ্রেফতার না করায় এলাকার সর্বস্তরের জনগণ মোশারফ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মোশারফের হত্যাকারীরা দড়িকান্দি গ্রামটিকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়াড়িদের আখড়ায় পরিণত করেছে। তারা মিথ্যা অভিযোগ দিয়ে মোশারফের মতো একজন সহজ সরল ছেলেকে হত্যা করে তার শিশু সন্তানকে এতিম করে দিয়েছে। তাই মোশারফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহম্মেদ ভূইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজ সেবক সামসুল হক, সাইফুল, হাজী ছাদিকুর রহমান টুকু, মো: শাহিন আলম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category