শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

নরসিংদীতে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে কারাগারে প্রেরণ

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে তারা জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলা হাইরমারার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানার কালিয়াকুরির অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ (২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাবের ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল