নরসিংদী প্রতিনিধি :
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বুধবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় ৪টি প্যাভিলয়নে বিভিন্ন বিষয়ের উপর জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মোট ৬৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।