শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে ২৫৬টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:

মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে ৩য় পর্যায়ে গৃহ নির্মার্ণ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলায় নির্মিত আশ্রয়ন প্রকল্পে ২৫৬টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে রায়পুরা উপজেলায় ৩৭টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সারাদেশের ২৬হাজার ২শ ২৯টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে নরসিংদীর রায়পুরায় উপজেলায় ৩৭টি পরিবারের মাঝে গৃহস্তান্তর করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল