শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

নরসিংদীতে ৪টি আসনে নৌকা, ১ টিতে স্বতন্ত্র জয়ী

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

নরসিংদী প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। বাকি একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

এরমধ্যে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি মোহাম্মদ নজরুল ইসলাম ৮৮ হাজার ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ৫৫ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।

নরসিংদী-২ (পলাশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ.এন.এম রফিকুল আলম সেলিম ৪ হাজার ৯১৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ৫৬ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান ৪৫ হাজার ১১৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী ও বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৭৭ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম খান বীরু ৭০ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ৬৪ হাজার ৭৭ ভোট পেয়েছেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ভোট গণনা শেষে বেসরকারি ভাবে জেলার ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল