আবুল কাশেম, নরসিংদী সদর প্রতিনিধি:
নরসিংদীতে নদীতে ডুবে তাহমিনা (৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা মুরাদনগর গ্রামের ইদন মিয়ার মেয়ে ।
আলোকবালী ইউনিয়ন পরিষদের স্হানীয় সদস্য কামাল উদ্দিন জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মা ময়না বেগম ও স্থানীয়রা জানান, দুপুরে ঐ শিশু তার মায়ের সাথে নানার বাড়ি আসে, মায়ের চোখ ফাঁকি দিয়ে কিছু দুর অদূরে আলোকবালী টু কাজির কান্দি খেয়াঘাটের মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এসময় সে গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। কিছুক্ষণ পর ঘাটের মাঝি হোসেন মিয়া শিশুটি পানিতে ভাসতে দেখলে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্পীডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় গত বছর একইভাবে এইঘাঠে পানিতে ডুবে দুইটি শিশু বাচ্চা মারা গিয়েছিল।