তাছলিমা আক্তার, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়া ওরফে কাজল মেম্বারকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০জানুয়ারী) সন্ধ্যার পর বারৈচা-রায়পুরা সড়কে নিজ এলাকা বোয়ালমারায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মার্কাস মোড়ের দিকে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রায়পুরা-বারৈচা সড়কে মোটরসাইকেল আরোহী তিনজনের কেউ কাজল মেম্বারকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় জমান। এ সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কি কারণে এই ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানান, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার হবে।
কাজল মেম্বারের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রæত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।