নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বসন্তবরণ অনুষ্ঠান হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির পলাশতলা চত্বরে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের দুই সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী ও গোলাম মোস্তাফা মিয়া এবং জেলা কালচারেল অফিসার শাহেলা খাতুন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা ঋতুরাজ বসন্ত উপলক্ষে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন। পরে কোর্স শেষ করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমির পলাশতলা চত্বরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দামান চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারী থেকে ৩রা মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ প্রতি জেলায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে।