নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর খবর সম্পাদক প্রয়াত হাবিবুল্লাহ বাহার, আরশীতে মুখ প্রধান সম্পাদক প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাক, চেতনা সম্পাদক প্রয়াত মোঃ ফজলুল হক ভুইয়া, নরসিংদীর কথা সম্পাদক প্রয়াত মোশারফ হোসেন মজনু, নরসিংদীর আলো সম্পাদক প্রয়াত আমীরুল হক, গ্রামীণ খবর সম্পাদক প্রয়াত কবি আবু মহসিনসহ নরসিংদী থেকে প্রকাশিত সংবাদপত্র সমূহের অন্যান্য প্রয়াত সম্পাদকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল করেছে নরসিংদী সম্পাদক পরিষদ।
১৫ এপ্রিল ২০২৩ নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতিত্ব করেন নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন।
সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন এর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন ভুইয়া, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, হলধর দাস, সোনালী ফসল সম্পাদক সোহেল এস হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।