ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নের ১শত সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে নাগর ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ই জানুয়ারি) কালিকা প্রসাদ সকাল সাড়ে ১০টা দিকে কম্বল বিতরণ অনুষ্ঠানে নাগর টিভি ও নাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় ক্রাইম ম্যগাজিন পাক্ষিক অপরাধ জগত ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজ্জুম হযরত সিরাজুল ইসলাম কোরাইশী (রাঃ) মাজার শরীফের মৌতয়ালী তাজুল ইসলাম, মজ্জুম হযরত সিরাজুল ইসলাম কোরাইশী (রাঃ) মাজার শরীফের খাদেম জহিরুল ইসলাম, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনান্ন মিয়া, পথফুল পাঠশালার প্রতিষ্ঠাতা শামীম রহমান জয়, উক্ত আয়োজন পরিচালনা করেন নাগর টিভি প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিল সরকার, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ভৈরব প্রতিনিধি মোঃনাঈম মিয়া, নাগর টিভির উপস্থাপিকা বৃষ্টি আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কালিকা প্রসাদে সাহস করে অল্প বয়সে শামসুল মামুন এবং নাগর টিভির কলাকৌশলী নাগর ফাউন্ডেশন সদস্যরা শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছে কালিকা এমন আরো অনেক ইয়াং ছেলেরা এগিয়ে আসুক যাদের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা যাবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল হক মামুন বলেন,, নাগর টিভির আয়ের ২০% নাগর ফাউন্ডেশন মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করব আজকে ঘোষনা দিচ্ছি নাগর টিভি ছাড়া ও আমার ব্যক্তিগত আয়ের ২০% টাকা নাগর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করব। আজকে কম্বল বিতরণ আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল আমরা আশাবাদী নাগর ফাউন্ডেশন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।