Headline :
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মতবিনিময় ও পরামর্শ সভা নবীনগরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন রায়পুরায় বর্ণাঢ‍্য আয়োজনে মোহনা টেলিভিশনের ‌প্রতিষ্ঠা বার্ষিকী পালন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রত্যেকটি বাহিনীকে তার পারিবারিক বাহিনীহিতে পরিনিত করেছিলো: আশরাফ আসছে স্বাধীন বাবুর কথা ও সুরে সালমার “মনের নাগর” দেশ পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতিতে কটিয়াদীর ম্যাজিশিয়ান ইকবাল পাশা কুলিয়ারচরে এসএসসি নির্বাচনী পরীক্ষা হলে পরীক্ষার্থীকে বহিরাগতদের মারধোর; পরীক্ষা স্থগিত ভেড়ামারা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প লাবণ্য মিডিয়া হাউজের ‍উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো উদ্যোক্তা মিলন মেলা ২০২৪
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

নাটোরে দুই দিনে ৯টি ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার সিল গালা

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২৯ মে, ২০২২

এস, এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:

দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘন্টা বেঁধে দেওয়া সময়ের মধ্যে  শনিবার ও রোববার দুই দিনে অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৯টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়, গত শনিবার ২৮মে এবং রোববার ২৯মে দুইদিনে অভিযান চালিয়ে উপজেলার পৌর শহরের চাঁচকৈড় বাজারের আল্পপনা ক্লিনিক ও হাসপাতাল, আনোয়ার চক্ষু হাসপাতাল, চাঁচকৈড় ডায়গনষ্টিক সেন্টার, গুরুদাসপুর বাসষ্ট্যান্ড এলাকায় ড্যাফোডিল ডায়গনষ্টিক সেন্টার এবং কাছিকাটা ডায়গনষ্টিক সেন্টার, নয়াবাজার প্রিন্সিপল আব্দুল বারি ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার, নাজিরপুরের সোহাগ ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার ও নাজিরপুর ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে বৈধ লাইসেন্সসহ আইনগত কাগজ না থাকায় সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত অভিযান অব্যহত থকবে।

ডাঃ মুজাহিদুল ইসলাম জানান, গুরুদাসপুর উপজেলায় মোট ১৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার। এরমধ্যে ৬টি ক্লিনিক এন্ড ডয়গনষ্টিক সেন্টার এবং ৩টি ডাগনষ্টিক সেন্টার নিবন্ধিত, বাকি ৯ টিই অনিবন্ধিত। নিবন্ধিত ৬টি ক্লিনিক এন্ড ডাগনষ্টিক সেন্টার হচ্ছে- হাজেরা ক্লিনিক, চলনবিল, জেনারেল, জনসেবা, রোকেয়া এবং নাজিরপুরের আনোয়ার ক্লিনিক এন্ড ডাগনষ্টি সেন্টার। এছাড়াও জনসেবা, ডলফিন এবং ডিজি হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টার নিবন্ধিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category