নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
বছর ব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই’ই আসে’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে উপজেলা চত্বরে এ ফল মেলা শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী সহ উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও বৃক্ষপ্রেমীদের মধ্যে ১হাজার ঔষধি ও ফলের চারা বিতরণ করা হয়।