শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

পলাশে বীর মুক্তিযোদ্ধা হাসানুল হকের স্বরণসভা

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কৃষক লীগের সভাপতি মোকলেছ মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন স্বপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত ঢাকা জেলার কালিগন্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০)কালীগন্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দূর্দিনে পলাশ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল