নরসিংদীর পলাশে বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী – ২ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ডাংগা ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ উজ্জ্বল মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদ নয়নসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ডাংগা ইউনিয়নের ১৩৬ জন বয়স্ক ও ৫৬ জন প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে।