ডেস্ক রিপোর্ট:
গত এক সপ্তাহে বাংলাদেশ পুলিশে দুটি বড় পদোন্নতি হয়েছে। দুই পদোন্নতিতে মোট ১১৯ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) হয়েছেন। এবার ৩৩ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন।
রবিবার (৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (৫ম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক