বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের অভয়নগরে আনন্দ মিছিল

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সুমন হোসেন, যশোর:

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার উপলক্ষে অভয়নগর উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলটি উৎসব মুখর করতে সাথে ব্যান্ড পার্টির আয়োজন করেছেন নেতৃবৃন্দ। মিছিলে ভ্রাম্যমাণ তোরণ সহ নানা প্লাকার্ড বহন করতে দেখা যায় অনেক কর্মীর হাতে। ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমনের উপলক্ষে যশোর-খুলনা মহাসড়কের ওপর একাধিক স্থানে তোরণ নির্মিত করা হয়েছে। প্রত্যেক তোরণে শোভা পাচ্ছে স্থানীয় ও জাতীয় নেতার ছবিসহ প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা নিবেদন। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ চলছে পাল্লা দিয়ে।

গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, শ্রমিক লীগের সাধারন সম্পাদক রবিন অধিকারী ব্যাচা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গত ১৪ নভেম্বর এই উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের

সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, যশোর জেলা আ.লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল