বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

প্রায় ৩২ বছর সাজা ভোগ শেষে মুক্তি পেলে জল্লাদ শাহজাহান

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৩২ বছর সাজা ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
রবিবার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জল্লাদ মুক্তি পান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের এই আলোচিত জল্লাদ শাজাহান ভুইয়ার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালিতে।

জানা গেছে, শাহজাহানের মোট ৪২ বছর সাজা হয়েছিল। এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিনের সাজা রেয়াত পেয়েছেন। তিনি মোট ৩১ বছর ৬ মাস ৭ দিন কারাভোগ শেষে রবিবার মুক্তি পেলেন। প্রায় এই ৩২ বছরে জল্লাদ শাহজাহান ভূঁইয়া দেশের বিভিন্ন কারাগারে দেশের আলোচিত মৃত্যদন্ড প্রাপ্ত ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত দেশের আলোচিত যে ২৬ জনকে তিনি ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরী, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান অন্যতম।
উল্লেখ্য, ১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল