রাজশাহী প্রতিনিধি, মোঃ সাইফুল ইসলাম রায়হান:
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)রাজশাহী জেলা প্রতিনিধি সভা ১৯ আগস্ট শনিবার
অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর চারঘাট উপজেলার সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম রায়হান এর সঞ্চালনায় ও রাজশাহী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন( বিএনএম) এর আহবায়ক মোঃ সমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর রাজশাহী জেলা সদস্যসচিব মোঃ শরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর চারঘাট উপজেলা আহবাহক মোঃ ইমরান আলী, গোদাগাড়ী উপজেলার আহবায়ক মোঃ শামসুজোহা বাবু, বাঘা উপজেলার আহবায়ক মোঃ আব্দুস সামাদ সদস্যসচিব মোঃ শিবলু, মোহনপুর উপজেলার আহবায়ক মোঃ বয়েজ উদ্দিন, সদস্যাসচিব মোঃ আয়নাল হক ও রাজশাহী জেলার নয়টি উপজেলা নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য বলেন রাজশাহী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্য আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে রাজশাহী জেলার সকল উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটি করে দলকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সভাপতি বলে আমরা সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কে এগিয়ে নিয়ে যেতে, যা,যা করার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন( বিএনএম) নেতা কর্মিদেরকে নিয়ে রাজশাহী জেলাকে এগিয়ে যাবো বলে আশাবাদী।