নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নরসিংদী জেলা শাখার কমিটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় সংগঠনের চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান ও মহাসচিব রবিউল ইসলাম সোহেল আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে বিশিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার সংগঠক মো. রিয়াদ আহমেদ সরকারকে সভাপতি, ডা. মো: মহিউদ্দিন রাশেদকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক, সংগঠক-তরুণ উদ্যোক্তা মো. মাহবুব আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ জন সদস্যকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে উপদেষ্টা হিসেবে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, এম আবদুস সালাম মিয়া, রাসেল বিন হাসনাত, মো: নেওয়াজ আলী ভূঁইয়া, মানিক লাল সূত্রধর, ড.ফারহানা জেসমিন মুন, কবি আল আমিন ও উত্তম রায়ের নাম রয়েছে।
কমিটিতে সি.সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা সুলতানা নাসিমা এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম সেলিম, তাপস কুমার বিশ্বাস, মরিয়ম বেগম লিমা, ডা. মাহমুদুল হাসান, মোঃ তারেক রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল কবির বুলবুল, নাজমুল হাসান, জোনায়েদ হোসাইন, ইঞ্জি. ইশতিয়াক আহমেদ রিমন, তুহিন ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর জেলা কমিটিতে সমন্বয়ক হিসেবে আতিকুর রহমান, ছাদিকুর রহমান, মোরাদ ভূঁইয়া, সাজ্জাদ হোসেন সায়েম, মো: ওমর ফারুক এবং মো: তারেক ভূঁইয়াকে ৬ উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যরা হলেন মো: হানিফ মিয়া, অলিউল্লাহ ভূঁইয়া, সুদেব রায়, হুমায়ুন কবির, মাসুদুর রহমান, হা.মা.আবদুর রহিম, মানব সাহা, মন্জুর মোরশেদ, বিল্লাল হোসেন ভেন্ডার, সোয়াইব হোসেন সৈকত, দীলিপ কুমার দাস, মশিউর রহমান সোহেল, সুমন ভূঁইয়া, মোস্তাকিম মিয়া, ফজলুল হক মিলন, মো: কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, গবিন্দ দাস, রাজন মিয়া, মনিরুল হক সরকার, সিরাজুল হক পায়েল, সিয়াম হাসান, মেরাজ হাসান, শেখ মো: আফতাব উদ্দিন, মো: আলতাব হোসেন, রাশিদা বেগম, খন্দকার এনামুল হক, কামাল উদ্দিন, আরিফুল ইসলাম রিমন, ফরহাদ সরকার মাছুম, মো: তারিফ খন্দকার, শান্তা আক্তার ও ইমরান হোসেন।
শনিবার বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটি নরসিংদী জেলা প্রতিনিধিদলের হাতে তুলে দেওয়ার সময় সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুর রহিম খান বলেন, “সারাদেশে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন অবহেলিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। বিগত দিনে নরসিংদী জেলা থেকে আমাদের সংগঠক, সদস্যরা নিবেদিত হয়ে মানবতার পক্ষে কাজ করেছেন। আমি দোয়া করি তারা নতুন দিনে নিজেদের দক্ষতা ও প্রচেষ্ঠায় আরও এগিয়ে যাবে।”
সংগঠনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল বলেন, “মানবাধিকার ফাউন্ডেশন পরিবারের অন্যতম সফল ইউনিট হিসেবে নরসিংদী জেলা কমিটি সবসময় সক্রিয় ছিলো। এবারের কমিটিতে নতুন, পুরাতন নিবেদিতপ্রাণ অনেককেই সম্পৃক্ত করা হয়েছে। আমরা আশা করি এ কমিটি নরসিংদী তথা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে নিরন্তর সাহসের সঙ্গে নিবেদিত হয়ে এগিয়ে যাবেন।”