গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে শ্রী শ্রী বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রম ও রাধামাধব মন্দির কমিটি কর্তৃক আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে পঙ্কজ কান্তি ভৌমিক কে আহবায়ক ও রিপন দাস কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক প্রদীপ মজুমদার, যুগ্ম আহবায়ক শিমুল বড়ুয়া, সদস্য অন্তর চন্দ্র ভৌমিক, স্বপন চন্দ্র দাস, সুমন সিংহ, শিমুল রায় চৌধুরী, বিদ্যুৎ চন্দ্র ভৌমিক, তমাল চন্দ্র দাস, হৃদয় সিংহ, সোহাগ দাস, সজীব সূত্রধর, রবীন্দ্র চন্দ্র দাস, সবুজ বনিক।
সেই সাথে উক্ত কমিটিকে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা কমিটির দপ্তর বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।