বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় তাদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্মচারী ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং বি ৯৮৯ এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল রবিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা সদর উপজেলার চাপাপুরস্থ বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে গভীর ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মো. বশির আহম্মদের সভাপতিত্বে ও মো. আব্দুল মালেক খন্দকার এব সঞ্চালনায় শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা কাজী এনামুল হক।







