বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

বাশঁগাড়ীতে দীর্ঘ ৯বছরের বিবদমান টেঁটাযুদ্ধ বন্ধে সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী ইউয়িনের দীর্ঘ ৯বছরের বিবদমান দুই গ্রুপের টেঁটাযুদ্ধ নিরসনের লক্ষে চরাঞ্চলের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সত্য জিৎ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি।

চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন বিশিস্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মো: আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আল আমিন ভূইয়া মাসুদ, সাধারন সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির, সাবেক চেয়ারম্যান মো: আশরাফুর হকসহ অনেকে।

সভায় বাঁশগাড়ী ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বন্ধে ঔ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান মো: আশরাফুল হক অঙ্গীকার বদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল