বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লালমাইয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

গাজী মামুন, লালমাই (কুমিল্লা):

দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় আ’লীগের নির্দেশনা ও কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাগমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

পরে হাসেম সুপার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু বিক্ষোভ মিছিলের নামে জনগণের জানমাল নিরাপত্তায় বিঘ্ন এবং মানুষের ক্ষয়ক্ষতি করলে রাজপথেই বিএনপিকে জবাব দেয়া হবে। জনগণের জানমাল নিরাপত্তায় আ’লীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর ভুমিকায় রাজপথে অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, আবদুল মালেক মজুমদার, প্রচার সম্পাদক মানিক বণিক, জেলা পরিষদ সদস্য আমির হোসেন, উপজেলা আ’লীগ সদস্য এমদাদুল হক মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, জেলা যুবলীগ নেতা লোকমান হোসেন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর উত্তর আ’লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক শাহ আলম, ভূলইন উত্তর আ’লীগের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এমরান কবির চেয়ারম্যান, বাগমারা উত্তর আ’লীগের সভাপতি সামছুল হক, বাগমারা দক্ষিণ আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম, ভূলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বাগমারা দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক আমান উল্লাহ আমানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল