রায়পুরা (নরসিংদী) সংবদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এতে হাজারো নেতাকর্মী অংশ গ্রহন করেন।
শুক্রবার সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে বের হয়ে পৌর এলাকার তুলাতলী বাজার, কলেজ রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রায়পুরা সরকারী কলেজ মোড়ে পথ সভার মাধ্যমে সমাপ্ত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।