নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)”র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থন এর মাধ্যমে সাপ্তাহিক নরসিংদীর সংবাদ এর বার্তা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক কে সভাপতি ও দৈনিক সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন সরকার (সিএনএন বাংলা) টিভি ,নাজমুল সাখাওয়াত হোসেন বাবু (দৈনিক ইত্তেফাক), আসাদুল হক মনা (দৈনিক সমকাল), মো: রেজাউল (মোহনা টিভি), ফাহিমা খানম (দৈনিক গ্রামীণ দর্পন)। যুগ্ম সম্পাদক পদে ডা: আলাউদ্দিন সোহান (দৈনিক দেশের কন্ঠ), মনিরুজ্জামান মনির (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন খাঁন বাধন (সাপ্তাহিক আজকের চেতনা), সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকারিয়া (বিজয় টিভি), হান্নান মানিক (বর্তমান যোগাযোগ), কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস (ভোরের পাতা), দপ্তর সম্পাদক বিজয় সাহা (ঢাকা রিপোর্ট২৪), আইন বিষয়ক সম্পাদক এড. রফিকুল ইসলাম ( সাপ্তাহিক নরসিংদীর সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিম আজাদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক বিজয় মাহমুদ আলী (এস টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জাহিদ (মানব কন্ঠ), শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা মিনা (বিজয় টিভি)।
কার্যকরী সদস্য পদে রয়েছেন এস এম আরিফুল হাসান (যায়যায়দিন), বশির মোল্লা (মানব জমিন), কামাল উদ্দিন সরকার (একুশের বাণী), আশিকুল ইসলাম হানিফ (এশিয়ান টিভি), সুমন পাল (চ্যানেল এস), আনোয়ার হোসেন (মানবজমিন), আ: রকিব (প্রথম ভোর), প্রণয় ভৌমিক (যুগান্তর), আবুল কালাম ভূঁইয়া (দেশ সন্দেশ), সাইফুল ইসলাম (এস টিভি) ও সানজিদা আক্তার রুমা (দৈনিক আমাদের নতুন সময়)।
এ কমিটির মাধ্যমে কমিটির সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে কাজ করার দৃঢ় প্রত্যয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর।