সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মঞ্চে যাওয়ার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর খোলা জিপে চড়ে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ সময় বিভিন্ন পদাতিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সালাম জানানো হয়। রাষ্ট্রপতি তাদের সালাম গ্রহণ করেন।
সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল মঞ্চের সামনের দিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তিনি মার্চ পাস্ট, দর্শনীয় ফ্লাই-পাস্ট এবং এরোবেটিক ডিসপ্লে উপভোগ করেন।
এর আগে, সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।