বিনোদন প্রতিবেদক:
০৬ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনে শ্রী কৃষ্ণের জন্মষ্ঠমী উপলক্ষ্যে বিশেষ নাট্যানুষ্ঠ “যুগে যুগে নানা রূপে” কৃষ্ণ চরিত্রে অভিনয় করছে রবিন বসাক।
সে বলে আমি মূলত বাংলাদেশের অন্যতম নাট্যদল থিয়েটারের সদস্য, দলের নিয়মিত সবগুলো নাটক মেরাজ ফকিরের মা থেকে পোহালে শর্বরী পর্যন্ত সবগুলো নাটকের পাশাপাশি অন্য দলের নাটকেও কাজ করছি। দেশে এবং বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। কৃষ্ণের মত পৌরানিক চরিত্রে কাজ করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। একজন অভিনেতা হিসাবে বিভিন্ন মাধ্যমে কাজ করলে অভিনয়ের সুযোগ বা শেখার জায়গাটা সমৃদ্ধ হয়। সম্প্রতি থিয়েটারের নাটক লাভ লেটারস এ শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। বেতার, বিটিভি ও মঞ্চে নাটকে অভিনয় করা তরুন এই অভিনেতা সকলকে শিল্পের পাশে থাকবার আহবান জানান।