ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার বি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু একাডেমিক ভবন শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বি.বি.এল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
উদ্বোধক ছিলেন ঝিনাইদহ লালন শাহ সরকারী কলেজের অধ্যাপক মো. আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, অলিপুরা ইউপি চেয়ারম্যান আলআমিন ভুইয়া মাসুদ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহীন, বি.বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ।