মোঃ মকবুল হোসেন, বয়স ৫৫ বছর। তিনি ২ বছর যাবত ব্রেন স্টোকের রোগি। গত ২৭ আগস্ট এশার নামায পড়তে গিয়ে এখনো বাসায় ফিরে আসেনি। তার নিকট আত্মীয়রা বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার ফেরার প্রত্যাশায় তার পরিবার।
ছবি দেখে কেউ তাকে চিনতে পারলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
দারুসসালাম থানার পাশে বাঘবাড়ি, উত্তরপাড়া, গাবতলী, ঢাকা-১২১৬ (01922449975) অথবা দারুসসালাম থানা (01320041297)।