নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোলে মাদক সহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৩জন আসামীকে গ্রেফতার করেছে বোনাপোল পোর্ট থানা পুলিশ।
২১ জুলাই যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশে বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত আসামী বোনাপোল পোর্ট থানার মানকিয়া উত্তরপাড়ার মোঃ ফারুক হোসেন (২৩), মোঃ মিন্টু মিয়া (৩৫), সাদিপুর দুলিয়া রোডের মোঃ জাহিদুল ইসলাম, সাদিপুর ঘেয়াঘাটপাড়ার মোঃ মিজানুর রহমান, ভবেরভেড় পূর্বপাড়ার মোঃ হাসান (৩০), মোঃ নাসরুল ইসলাম (৩৩), ভবেরভেড় পশ্চিমপাড়ার মোঃ রিপন, মোঃ টটুল শেখ (৩২), ঝিকরগাছার জাহিদুর ওরফে জাহিদুল ইসলাম (২৯), সাদিপুরের মোঃ সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়ার মোঃ আব্দুল করিম (৫২), বড় আচড়ার মোঃ সুমন হোসেন (২৪)।
এছাড়া কৃষ্ণ নগর থানা ঝিকরগাছার নাহিদ হাসান (২০) কে ৩ বোতল মদসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।