মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শমশের জামান ভূঁইয়া লিটন।
এসময় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ
আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সূধীজন।
উক্ত সভায় নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান।