নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে চতুর্থ ধাপে ভোটার তালিকা হালনাগাত কার্যক্রমে বাদ পড়া ভোটারদের ছবি তোলার কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলার ৮ টি ইউনিয়নে বিগত ১২ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন নির্বাচন কমিশন।
গত ১১ অক্টোবর হতে ১লা নভেম্বর পর্যন্ত ছিল ছবি তুলার সময়। কিন্তু যারা নির্ধারিত সময়ে ছবি তুলতে পারেনি তাদের বিশেষ সুবির্ধাথে ২ ও ৩ নভেম্বর উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে বাদ পড়া ভোটারদের ছবি তুলার কাজ সম্পন্ন করতে কাজ করেছে নির্বাচন কমিশন।
ছবি তুলতে আসা মোঃ আসিফুর রহমান ভূঞা জানান, বিশেষ কাজের কারনে নির্ধারিত সময়ে ছবি তুলতে পারিনি। তাই আজ এসে ছবি তুললাম।কোনো প্রকার হয়রানির স্বীকার হতে হয়নি। এ পর্যন্ত উপজেলায় ১২ হাজার নতুন ভোটারদের ছবি তুলার কাজ সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল জানান,আমরা উপজেলার আটটি ইউনিয়নে তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয় পত্রের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করেছি। আজ বাদ পড়া ভোটারদের ছবি তুলার কাজ সম্পন্ন চলছে। এ পর্যন্ত প্রায় ১২ হাজার নতুন ভোটারদের ছবি তুলা সম্পন্ন হয়েছে।