মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
(১৬ জানুয়ারী) সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের সভাপতি ভাস্কর অলি মাহমুদ শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ বাদল মিয়া,বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সহকারী শিক্ষক সালাউদ্দিন প্রধান, মোঃ তাজুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ জয় সহ শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।
এ সময় সভাপতি ভাস্কর অলি মাহমুদ বলেন,বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভাষা শহিদদের সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারে জ্ঞান চর্চা করতে পারে সে জন্য দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। ২১শে ফেব্রুয়ারী শুধু একটি দিন নই ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিবেসে স্বীকৃত।শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য আমরা নান্দনিক একটি শহীদ মিনার নির্মানের চেষ্টা করবো। শহীদ মিনার নির্মানের কাজ শুরু হওয়াতে এলাকাবাসী ও স্কুলের শিক্ষাথীরা আনন্দিত।