মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
“সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ র্যা লিতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ, উপজেলা প্রৌকোশলী মোঃ সামসুল হক ভূইয়া প্রমুখ।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন,একটি দক্ষ,প্রযুক্তি নির্ভর ও সময়োপযোগী কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার মাধ্যমেই অর্জন করা সম্ভব টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যমাত্রা। সরকারের নির্বাহী অঙ্গের অংশ হিসেবে পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা জনগনের সেবা ও কল্যাণে তথা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব পর্যায়ের কর্মচারীদের জনগনকে উন্নত সেবা প্রদানের জন্য আরোও তৎপর হওয়ার আহবান জানানো হয়।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।