মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ঘনিয়ে আসতেই নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ফরিদা বেগম মিলনায়তনে (৪র্থ তলায়) বাড়তে থাকে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি।
যাদের সঙ্গে এতদিন দেখা সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়।
প্রাক্তন ছাত্র পরিষদ নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের আহবায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকেরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, লাল সবুজ চেতনা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ র্খোশেদ মিয়া,সাবেক সভাপতি মোঃ খায়রুল হাসান,নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদের সাবেক সভাপতি কাজী শামিম হাসান’সহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন