মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর প্রতীক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলার দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর প্রতীক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন।
এতে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রহমত উল্লাহ পাভেল, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোঃ সোহেল রানা, যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা সুলতানা নূর নিপা, ডাঃ সোহরাব হোসেন তমাল, ডাঃ মোঃ আসিফ রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ খন্দকার তারিকুল ইসলাম, ডাঃ সোহাগ মিয়া, বাত, ব্যাথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি রোহ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সুমন আফ্রাদসহ বিশেষজ্ঞ ডাক্তারগন মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন।
আলোর প্রতীক সংগঠনের আহবায়ক মোঃ মাহফুজ রায়হান রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন হাউজের ব্যবস্থাপনা পরিচালক নৌস্থপতি শামসুল আলম, প্রধান আলোচন হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক পরিচালক মোঃআশরাফুল হাসান ভূইয়া’সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নৌস্থপতি শামসুল আলম বলেন,মানুষের সেবায় সবসময় “আলোর প্রতীক” সংগঠন কাজ করছেন। এই সংগঠনের পাশে আমি সবসময় আছি। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করি। শুধু বাজনাবো নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানায়।