বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

বেলাবতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যা লি, আলোচনা ও বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বেলাব- আয়োজনে একটি র্যা লি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। জাতির মেরুদন্ড মানে জাতির সবচেয়ে বড় যে শিক্ষা সেই শিক্ষা যদি সুসংগঠিত না হয় সেই শিক্ষা ব্যবস্থায় যদি শ্রম না হয় তাহলে শিক্ষার অপূর্ণতা থেকে যায়। আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের যে মূল উদ্দেশ্যে তা হলো শিক্ষার্থীদের ভিতরের যে শক্তিটা সেটিকে বেরিয়ে নিয়া আসার চেষ্টা করা। তাদের ভিতরের যেই উদ্ভাবনী প্রতিভা সেটির মাথায় আগুন জ্বালিয়ে দেয়া। শিক্ষা মূলত এরকম নয় যে আমি শুধু পাঠ্যপুস্তক পড়াব শিক্ষার্থীরা সেগুলো পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করবেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসটি উদযাপন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল