মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
গভীর শোক ও শ্রদ্ধায় নরসিংদীর বেলাবতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে জয় বাংলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এস- ১২০৪৮ (আনিস- রবিউল) উপজেলা শাখার আহবায়ক কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা শাখার আহবায়ক কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস আক্তার ও যুগ্ম আহবায়ক সাথী আক্তার। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।