মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী):
নরসিংদীর বেলাব উপজেলার শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা কার্যকরী কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১২ জুলাই) সকালে উপজেলার দুলালকান্দি বাজারে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা কার্যকরী কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম প্রদীপের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মোঃমিজানুর রহমান মোল্লা পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ খায়রুল বাকের, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার ১নং কার্যনির্বাহী সদস্য বাবু সুজিত কুমার দাস ঘনশ্যাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত আলী খান লিটন, কার্যনির্বাহী সদস্য মোঃ সালাহ উদ্দিন, সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল, সহ-সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মেরাজ মাহমুদ মিরাজ, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, কার্যনির্বাহী সদস্য মোঃ কাউছারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক মোঃ মোতাহার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল হক ফরিদ’সহ প্রমুখ।