মোঃ বাদল মিয়াঃ বেলব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা হবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। আগামী ২২ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৩০৯ টি পরিবারকে ঘর ও জমি দেয়ার মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।
এর মাধ্যমে সরকারের ঘোষনা অনুযায়ী দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বেলাব উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় বেলাব উপজেলায় এ পর্যন্ত্ম ১ম,২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ১৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করা হয়েছে।
২২ জুন ৪র্থ পর্য়ায়ে ১৩৯ টি পরিবারকে পুর্নবাসনের মাধ্যমে বেলাব উপজেলায় চূড়ান্তভাবে নির্বাচিত সর্বমোট ৩০৯ টি পরিবারকে পুর্নবাসনের মধ্য দিয়ে বেলাব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা হবে।
উপজেলা চেয়ারম্যান মোঃ সমশের জামান ভূইয়া রিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বেলাব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।