নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর এর অভিযোগ উঠেছে বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুর বিরুদ্ধে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাদ্য সরবরাহের টেন্ডারের ড্র অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, খাদ্য সরবরাহের টেন্ডারে ছাত্রলীগের সভাপতি অপুকে কাজ না দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর আসাদ-উজ-জামানের সাথে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় তার। এর এক পর্যায়ে অপু তার দলবল নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা নুর আসাদের উপর আক্রমণ করেন এবং হাসপাতালের সিসিটিভির তার ছিঁড়ে হাসপাতালের ভিতরে ভাঙচুর চালান।
বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর আসাদ-উজ-জামান জানান, এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন অপু, তৌফিক, ইয়াছিন, অর্পণ, শিমুলসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সূত্র: একাত্তর টিভি