বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

ভেড়ামারায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):

কুষ্টিয়া ভেড়ামারায় বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০শে জুলাই) বিকেল সাড়ে ৫ টায় সময় ভেড়ামারা ডাকবাংলো চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৈতন্যের মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতী প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল