জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার যানজট দূর করনে সড়ক প্রশস্ত করন ও প্রস্তাবিত ফোরলেন সড়ক বাস্তবায়নের লক্ষ্যে বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলার পদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেল গেট সন্নিকটে বিসমিল্লাহ ফার্নিচারে আজ বৃহস্পতিবার (১২ই জানুয়ারী) সকাল ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাঈমুল হক, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ সহ ব্যবসায়ী ও দোকান মালিক বৃন্দ।
সভায় বক্তারা, ভেড়ামারা পৌরসভায় ফোরলেন সড়ক বাস্তবায়ন ও যানজট দূর করার উপরে গুরুত্ব আরোপ করেন।