ভেড়ামারায় বেতন বঞ্চিত শ্রমিকদের মহাসড়ক অবরোধ
জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্ঠিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইল এলাকায় অবস্থিত উডমাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান) হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা রবিবার (২রা নভেম্বর) সকাল ১০ টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন পাচ্ছিলেন না। হঠাৎ করে কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ ছাড়াই কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়ায় তারা হতবাক হয়ে পড়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা আরো জানান, “আমাদের কয়েক মাসের বেতন বাকি। অথচ একটিও কথা না বলে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি।” অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফ্যাক্টরির সার্বিক দায়িত্বে থাকা আজাদ মাস্টার জানান, কারখানায় লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। তাই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালিকপক্ষের শ্রমিক পক্ষে সাথে কোন কথা হয়েছে কিনা আমার জানা নেই।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছে, তাদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ এবং হঠাৎ কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।







