জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন ক্রীয়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল ওহাব, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, পশ্চিম বাহির চর বার মাইল দাখিল মাদরাসার সুপার মাসুদ করিম, রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক, কফেজাননেছা ও হাজী নিয়ামতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, মোকারিমপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ডি এম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হক, সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক লোকমান হোসেন সহ সকল স্কুলের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।