জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় “দৈনিক স্বতঃকন্ঠ” পত্রিকার ১৯তম বর্ষপূর্তি এবং ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ভেড়ামারা প্রেসক্লাব হলরুমে “দৈনিক স্বতঃকন্ঠ” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষ্যে দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি জাহিদ হাসান এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর রাসেল ডলার, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, সমাজ কল্যান সম্পাদক মোহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, সদস্য তূর্য হোসেন, বাবুল আক্তার, লিটন, মাহাবুল, সৈয়দ মোস্তফা প্রমূখ।