জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা আজ সোমবার (১৩ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামা অফিসার মোঃ আলমগীর হোসেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।