বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

ভৈরবের এমপি নাজমুল হাসান পাপনের মতবিনিময় ও পথসভা

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মতবিনিময় ও পথসভা করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

২৬ আগস্ট শনিবার বাদ মাগরিব প্রচন্ড বৃষ্টিতে ভিজে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া চৌরাস্তা মোড়ে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ৫নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান ও ওয়ার্ডবাসীর বিভিন্ন দাবী পূরণের আশ্বাস দেন এমপি নাজমুল হাসান পাপন।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
আতকাপাড়া গ্রামের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবিরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় ও পথসভায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ শামীম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. ফুল মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রাইম হোসেন আকন্দ, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুর রহিম, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন মিয়া, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও মো. সোহেল মিয়া প্রমূখ।
মতবিনিময় ও পথসভা পরিচালনা করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন বেপারী। এর আগে ও পরে প্রধান অতিথি কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় ও পথসভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আমাদের ইউটিউব চ্যানেল