ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের আমলাপাড়া উদয়ন স্কুল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তি নির্ভর উপস্থাপনা ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. জাকির হোসেন কাজল, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ ও উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।
এর আগে বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় শিক্ষার্থীরা।